বেলাল উদ্দিন আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অর্ধ ডজন মাদক ও ডাকাতি মামলার আসামী ডাকাত শাহ পরান (২৮) কে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেফতারকৃত ডাকাত শাহ পরান উপজেলার জাহাপুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এস আই বিল্লাল হোসেন ও এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জাহাপুর গ্রামের উত্তর পাড়া হতে শাহ পরানকে গ্রেফতার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান গ্রেফতারকৃত ডাকাত শাহ পরান সোমবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা সংক্রান্ত ৬টি মামলা রযেছে।