মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটি গ্রামে আসছে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ নারী ও পুরুষদের মাঝে শাড়ী কাপড় ও লুঙ্গী বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর আলম সরকারের কোম্পানীগঞ্জ বাজারস্থ বাসভবনে সর্ম্পূন নিজস্ব তহবিল থেকে এই কাপড় বিতরণের করা হয়। এছাড়া উপজেলার সাড়ে ১২শত মসজিদের ইমামদের নতুন বস্ত্র বিতরণ করেন তিনি।
জানা যায়, উপজেলার প্রত্যকটি ইউনিয়নে আ’লীগের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে অসহায় ও দুস্থদের জন্য এই কাপড় পৌছে দেন। আওয়ামীলীগের প্রভাবশালী এই নেতা এবছর ১২হাজার পিছ শাড়ী কাপড় ও ১২হাজার পিছ লুঙ্গী বিতরণ করেছেন বলে জানিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন(ভিপি), কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ব্যবসায়ী মো: সুধন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক মোঃ হাবীবুর রহমান,আজিজুল হক, সুমন সরকার, মানিক সরকার, আ’লীগ নেতা মিলন সরকার, গাজীউল হক হুমায়ন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, রাম প্রসাদ দেব, খোকন মিয়া, মুজিবুর রহমান প্রমুখ।