মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে বিক্ষোভকারী বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী রোববার সকাল থেকে মুরাদনগরেও কর্মবিরতি পালন করছে বাখরাবাদ গ্যাসফিল্ডের আউটসোর্সিং কর্মচারীরা।
উপজেলার জাহাপুর ইউনিয়নস্থ বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের মূল ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে তারা।
এসময় আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন তারা। সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান তারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যদের উপর পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছুড়লে অনেকেই এতে আহত হয়।
আউটসোর্সিং কর্মচারী আব্দুল আজিজ জানান, দীর্ঘদিন ধরেই চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু স্থায়ীকরণ করা হচ্ছে না। এছাড়াও আমাদের দাবি আদায়ের লক্ষে যারা রাজ পথে নেমেছিলো তাদের উপর নির্যাতন করা হয়েছে। তাই আমাদের ন্যায্যদাবি না মেনে নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
জামাল উদ্দীন বলেন, আমার ভাইদের উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ঠিকাদেরর আওতায় কাজ করবো না, আমাদের চাকরি স্থায়ী করণসহ সকল সুযোগ সুবিধা দিতে হবে। না হয় আমরা কাজে ফিরবো না। সড়কেই অবস্থান করবো।
এসময় উপস্থিত ছিলেন, চন্দন কুমার সাহা, আলী হোসেন, আলী হোসেন, সাইফুল ইসলাম, হানিফ মিয়া, গোলাম মোস্তফা, কামরুল হাসান লিটন, আনোয়ার হোসেন, হাবিব মিয়া, রুবেলসহ অন্যান্য কর্মচারীরা।