ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে বাবা-ছেলে বিদ্রোহী প্রার্থী

মো: মোশাররফ হোসেন মনির:

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে কুমিল্লা-৩(মুরাদনগর) আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাবা-ছেলে।

তরা হলেন পিতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. অহসানুল আলম সরকার কিশোর।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে না পাওয়ায় বাপ-বেটা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বজনদের এ দ্বৈরথ দেখতে ভোটাররা তাকিয়ে থাকলেও কেউ কেউ মনে করছেন, মনোনয়ন নিয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীকে চাপে রাখতেই পিতা-পুত্র স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে মুখে অবশ্য এটি স্বীকার করেননি কেউই। তারা প্রত্যেকেই বলছেন, নিজেকে যোগ্য মনে করেই মনোনয়ন ফরম নিয়েছেন।

জানা যায়, গত ২০১৪ সালে আ’লীগের মনোনয়ন পেয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। পরবর্তিতে তা পরির্বতন করে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে। বিদ্রোহী হিসেবে মুরাদনগর উপজেলা আ’লীগের প্রার্থী হন জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. এহসানুল আলম সরকার কিশোর। প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক বিদ্রোহী প্রার্থী ও বর্তমানে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের সঙ্গে। ইউসুফ আবদুল্লাহ হারুন স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ৫ জানুয়ারির নির্বাচনে জয় পান।

এ প্রসঙ্গে আহসানুল আলম সরকার কিশোর পিতা-ছেলের মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মূহর্তে বলা যাচ্ছেনা যে আমরা দুজনই নির্বাচন করব না একজন।

আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা যদি মনোনয়ন প্রত্যাহারের কথা বলেন, তা হলে প্রত্যাহার করে নেওয়া হবে।

তবে ভিন্নমত পোষণ করে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম সরকার পিতা-ছেলের মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমি দলীয় সিদ্ধান্তের মধ্যে আছি। আমি আশা করি দলের পূর্বে সিদ্ধান্ত পরির্বতন হবে। সিদ্ধান্ত না আসলে অনেক কিছুই হতে পারে তা এখনই বলা যাচ্ছেনা।

এ বিষয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ও বর্তমান এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাইনা। তাদের বিষয়ে দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে আমি আশা করি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মুরাদনগরে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে বাবা-ছেলে বিদ্রোহী প্রার্থী

আপডেট সময় ০৪:২০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
মো: মোশাররফ হোসেন মনির:

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে কুমিল্লা-৩(মুরাদনগর) আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাবা-ছেলে।

তরা হলেন পিতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. অহসানুল আলম সরকার কিশোর।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে না পাওয়ায় বাপ-বেটা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বজনদের এ দ্বৈরথ দেখতে ভোটাররা তাকিয়ে থাকলেও কেউ কেউ মনে করছেন, মনোনয়ন নিয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীকে চাপে রাখতেই পিতা-পুত্র স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে মুখে অবশ্য এটি স্বীকার করেননি কেউই। তারা প্রত্যেকেই বলছেন, নিজেকে যোগ্য মনে করেই মনোনয়ন ফরম নিয়েছেন।

জানা যায়, গত ২০১৪ সালে আ’লীগের মনোনয়ন পেয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। পরবর্তিতে তা পরির্বতন করে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে। বিদ্রোহী হিসেবে মুরাদনগর উপজেলা আ’লীগের প্রার্থী হন জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. এহসানুল আলম সরকার কিশোর। প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক বিদ্রোহী প্রার্থী ও বর্তমানে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের সঙ্গে। ইউসুফ আবদুল্লাহ হারুন স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ৫ জানুয়ারির নির্বাচনে জয় পান।

এ প্রসঙ্গে আহসানুল আলম সরকার কিশোর পিতা-ছেলের মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মূহর্তে বলা যাচ্ছেনা যে আমরা দুজনই নির্বাচন করব না একজন।

আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা যদি মনোনয়ন প্রত্যাহারের কথা বলেন, তা হলে প্রত্যাহার করে নেওয়া হবে।

তবে ভিন্নমত পোষণ করে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম সরকার পিতা-ছেলের মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমি দলীয় সিদ্ধান্তের মধ্যে আছি। আমি আশা করি দলের পূর্বে সিদ্ধান্ত পরির্বতন হবে। সিদ্ধান্ত না আসলে অনেক কিছুই হতে পারে তা এখনই বলা যাচ্ছেনা।

এ বিষয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ও বর্তমান এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাইনা। তাদের বিষয়ে দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে আমি আশা করি।