মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে “সরকারের অভাবনীয় সাফল্য এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।”
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা শত চেষ্টা করেও, সরকারের উন্নয়নকে আটকে রাখতে পারেনি। বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে মাথা উঁচু করে উন্নয়নশীল দেশে পৌঁছেছে। তাই তরুণদের প্রথম ভোটটি যেন হয় উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা সদরের ডি.আর উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তি মিছিল ও সমাবেশে লাখো মানুষের ঢল নামে।
মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সারোয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল।
মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন বেলালের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম সাহেদ, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার শওকত আহমেদ, রহিম পারভেজ, আরমান, আবু মুসা সরকার, গোলাম কিবরিয়া খোকন, ধামঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম, আওয়ামী লীগ নেত্রী মিতু হাসান, মুরাদনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি খন্দকার মমতাজ, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিন প্রমুখ।