মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় ৭টি আচারের বোতলের ভিতরে করে দেশের বাহিরে পাচারের অভিযোগে আড়াই কেজি গাজাসহ আবু তাহের (৪২) নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটককৃত ব্যাক্তিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত আবু তাহের উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের কৈইজুরী গ্রামের চন্দু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কৈইজুরী গ্রামের ওমান প্রবাসী আবু তাহেরের বাড়ীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে মাদক আনা হয়েছে। এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআই জালাল উদ্দিন, জীবন হাজারী ও বিল্লাল হোসেনে নেতৃত্বে একদল পুলিশ রবিবার ভোর সকালে তাহেরের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ৭টি আচারের বোতেলের ভিতর থেকে আড়াই কেজি গাজা উদ্ধার করে আবু তাহেরকে আটককওে মুরাদনগর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটটকৃত ব্যাক্তি ওমানে পাচার করার উদ্দেশে আচারের ভিতর করে গাজা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সে এর আগে আরো ৩ বার এভাবে পাচারের কথাস্বীকার করেছে। তাকে রবিবার ভোর সকালে আটক কওে জিজ্ঞাসা বাদ শেষে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে সোমবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।