বিজয় নেছার, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে গত ২৩ আগষ্ট চাপিতলা মৌজাস্হিত ৩৪১৫, ৩৪১৬, ৩৪১৭, ৩৪১৮, ৩৪২০, ৩৪৪২, ৩৪৯৪, ৩৪৯৫ তফসীলভুক্ত জমিতে ফসল রোপন ও কর্তনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন কুমিল্লা ফৌজদারী আদালত।
সরজমিনে দেখা যায় , ২৭ আগষ্ট ৩৪৯৫ দাগের জমির মালিক সুকেন্দ্র চন্দ্র সূত্রধর আদালতের আদেশ অমান্য করে গোপনে তার জমির ফসল কর্তন ও পার্শ্ববর্তী আব্দুছ ছালাম ভূইয়ার পুকুরপাড়ে চাষকৃত লাউ, কুমড়া, ঝিঙ্গাসহ ফলজ বৃক্ষের ব্যাপক ক্ষতিসাধন করেন।
এ ব্যাপারে মামলার বাদী ছালাম ভূইয়া বলেন , আদালত অবমাননার এরুপ ঘটনা চলতে থাকলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাবে । আদালত অবমাননা ও আমার ফসল বিনষ্টকারীদের শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন , এসব জমিতে ফসল রোপন ও কর্তনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে আদালত নির্দেশ প্রদান করেছেন । তারপর ও কেউ যদি আদালতের রায় অমান্য করে থাকে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।