মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বাংলাদেশর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আদি পেশায় নিয়োজিত ওস্তাদ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করে কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কবির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্য়ালয়ের উপ-পরিচালক জেড. এন মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি উপ-পরিচালক এ.এস.এম জুবায়েদ ও দেবিদ্বার উপজেলা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাধক মোশাররফ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অফিস সহকারি মোহাম্মদ আলী, ফিল্ড সুপারভাইজার আব্দুল মতিন খান, কম্পিউটার উপারেটর মিনোয়ারা প্রমূখ।