শামীম আহাম্মদ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা, সর্বত্র আমরা এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার আনসার-ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
রোববার দুপুরে এ উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর ঘুরে আনসার-ভিডিপি অফিসে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডারসহ সদস্য-সদস্যাদের মাঝে আনুষ্ঠানিক ভাবে ফলজ-ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
গাছের চারা তুলে দেন উপজেলার ভারপ্রাপ্ত আনসার-ভিডিপি কর্মকর্তা মাহমুদা খানম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক আবু সাঈদ মিয়া, ইউনিয়ন কমান্ডার আক্তার হোসেন সরকার, শরীফ হোসেন, আবু ছাদেক, গোলাম মোস্তফা, দলনেতা ডা: আবুল কাশেম ও মনোয়ারা বেগম প্রমুখ।