মো: মোশাররফ হোসেন মনিরঃ
রোজ সোমবার, ২০ এপ্রিল ২০১৫ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ
মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার থেকে নারি নির্যাতন ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী কুখ্যাত ডাকাত সর্দার আবু তাহের উরফে তাইক্কা(৪৫) কে সোমবার বেলা সাড়ে ১১ টায় গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্থি ফিরে আসে।
গ্রেফতারকৃত ডাকাত আবুতাহের উরফে তাইকা উপজেলার দারোরা গ্রামের মুতি (মুতি বাড়ির) গফুর মিয়ার ছেলে।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, জেলার মুরাদনগর থানায় নারি নির্যাতন ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আস্ত: জেলা ডাকাত সর্দার আবু তাহের উরফে তাইক্কা দারোরা বাজারে অবস্থান করছে গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার এস আই মাহমুদুর রহমান রুবেলের নেতৃত্বে একদল পুলিশ সোমবার বেলা সাড়ে ১১ টায় দারোরা বাজার থেকে গ্রেফতার করে সোমবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করে।
এ ব্যাপারে মুরাদনগর থানার এস আই মাহমুদুর রহমান রুবেলের জানান, ইতিপূর্বে এইডাকাতকে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে থানার প্রায় ৭/৮ টি নারি নির্যাতন ও ডাকাতি মামলা রয়েছে। দুটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। তাকে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।