সৈয়দ রাজিব আহম্মদঃ
মুরাদনগর বার্তা ডটকমঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, সহসভাপতি স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, জাকির হোসেন (ভিপি), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, স্বপন পোদ্দার, রফিকুল ইসলাম, আলমগীর ভূইয়া, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সফিকুর রহমান ছবি, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুর রহিম পারভেজ, যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম ও সদস্য সচিব সেলিম সরকার, যুগ্ম-আহ্বায়ক মানিক সরকার প্রমুখ।
অপরদিকে কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ কেক কেটে জন্মদিন উদযাপন ও র্যালী করে।
জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পার্থ সারর্তী দত্তের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি অশ্বিনি দেবনার্থ, ইউপি সদস্য আক্তার হোসেন, ইদ্রিস মিয়া, হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।