ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে আল্লামা আব্দুল জলিল সাহেব রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ রাসেল মিয়া,মুরাদনগর,(কুমিল্লা) প্রতিনিধি ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের মুফতিয়ে আহলে সুন্নাহ আল্লামা আব্দুল জলিল ছাহেব (রহঃ) মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন সম্পন্ন  হয়েছে।

মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সম্পন্ন হয়।

উক্ত চেহেলাম শরীফে বক্তব্য পেশ করেছেন, মাওলানা অলিউল্লাহ সুলতানি পীর  সাহেব  (নয়াকান্দি), আল আমিন বারীয়া দরবার শরীফ)

মুফতি হাবিবুর রহমান মমতাজি সাহেব (নবিয়াবাদ ফাজিল মাদ্রাসা জামে মসজিদ ) মাওলানা জয়নাল আবেদীন সিরাজী সাহেব ( কোরঅান শিক্ষা বোর্ড, ঢাকা) মাওলানা আলাউদ্দিন ছালেহি (মাছিমপুর কেন্দ্রিয় জামে মসজিদ), মাওলানা আবু বকর আল-কাদেরি (বুড়িচং)

উক্ত চেহলাম শরিফে হুজুরের সকল আওলাদগন সহ আরো দেশ বরন্য হক্কানি পীর মাশায়েখ ও বহু ওলামায়ে কেরাম তাশরীফ এনেছেন। আখেরি মোনাজাত পেশ করেছেন হুজুরের চতুর্থ  সাহেবজাদা  আল্লামা শায়েখ ফখরুল ইসলাম চিশতী  ছাহেব (খতিব, চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, সায়দাবাদ ঢাকা)

আরো দেশ বরণ্য বহু ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।  আল্লামা আব্দুল জলিল ছাহেবের পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে তিনজনকে কুপিয়ে জখম বাড়ি ভাঙচুর

মুরাদনগরে আল্লামা আব্দুল জলিল সাহেব রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় ১২:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

মোঃ রাসেল মিয়া,মুরাদনগর,(কুমিল্লা) প্রতিনিধি ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের মুফতিয়ে আহলে সুন্নাহ আল্লামা আব্দুল জলিল ছাহেব (রহঃ) মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন সম্পন্ন  হয়েছে।

মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সম্পন্ন হয়।

উক্ত চেহেলাম শরীফে বক্তব্য পেশ করেছেন, মাওলানা অলিউল্লাহ সুলতানি পীর  সাহেব  (নয়াকান্দি), আল আমিন বারীয়া দরবার শরীফ)

মুফতি হাবিবুর রহমান মমতাজি সাহেব (নবিয়াবাদ ফাজিল মাদ্রাসা জামে মসজিদ ) মাওলানা জয়নাল আবেদীন সিরাজী সাহেব ( কোরঅান শিক্ষা বোর্ড, ঢাকা) মাওলানা আলাউদ্দিন ছালেহি (মাছিমপুর কেন্দ্রিয় জামে মসজিদ), মাওলানা আবু বকর আল-কাদেরি (বুড়িচং)

উক্ত চেহলাম শরিফে হুজুরের সকল আওলাদগন সহ আরো দেশ বরন্য হক্কানি পীর মাশায়েখ ও বহু ওলামায়ে কেরাম তাশরীফ এনেছেন। আখেরি মোনাজাত পেশ করেছেন হুজুরের চতুর্থ  সাহেবজাদা  আল্লামা শায়েখ ফখরুল ইসলাম চিশতী  ছাহেব (খতিব, চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, সায়দাবাদ ঢাকা)

আরো দেশ বরণ্য বহু ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।  আল্লামা আব্দুল জলিল ছাহেবের পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।