মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন আল্লাহু চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পূর্বপাশের তিন রাস্তার মোড়ে খোদাই করে মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যটির শুভ উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রী কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উদ্বোধনের পূর্বে উপজেলা সদরের বালুর মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কুমিল্লা কাশেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন আল রশিদ, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ম. রুহুল আমিন, হানিফ সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউপি সদস্য আক্তার হোসেন, উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল কবির, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শরিফুল ইসলাম, ওমর ফারুক, কাইয়ুম ভূইয়া, সামাদ মাঝি, সফিকুল ইসলাম, আব্দুল লতিফ সরকার, শাহজাহান বিএসসি, জাকির হোসেন মোল্লা, আবুল কালাম আজাদ, আবুল হাসেম, মোঃ বাবুল মিয়া, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ নাহিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মহসিন হায়দার, রহিমপুর হেজাজিয়া মাদ্রাসার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান, দিলালপুর তমিজউদ্দিন মাদ্রাসার পরিচালক হাফেজ ওবায়দুল্লা, ইউপি সদস্য সাহেদুল হক সুজন, যুবলীগ নেতা কবির হোসেন প্রমুখ।