মো: নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
বিয়াম ফাউন্ডেশন কতৃক অনুমোদিত কুমিল্লা জেলার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুল মুরাদনগর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনে’র বদলী জনিত বিদায়কালীন সংর্বধনা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে স্কুলে মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল মুরাদনগর উপজেলা শাখার কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদ এ সংবর্ধনার আয়োজন করেন।
অধ্যক্ষ মো: নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন ও সহর্ধমীনি মোসা: ফারিহা মনসুর।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: সুফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এএনএম মাহাবুব আলম। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, ডাঃ ফারুখ আজম, মা: সফিউল্লাহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হারুন আল রশিদ, প্রদীপ কুমার সাহা, জামাল হোসেন, ছলিম উল্লাহ, সেলিনা আক্তার,আব্দুল খালেক, সাবিত্রী রানী সাহা, ফাতেমা খাতুন, শিখা রানী পাল, মরিয়ম বেগম (মনি), নাজমুল করিম, সাহিদা বেগম শিল্পী দেবনাথপসহ স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।