মোঃ সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মজিবুর রহমান নামে এক ইউপি সদস্যের নানা অনিয়ম এবং শৃংখলা ভঙ্গে ক্ষুদ্ধ পরিষদসহ এলাকাবাসী। উপজেলার টনকি ইউপির ৪নং ওয়ার্ডের ওই সদস্য মজিবুর রহমান পরিষদের কোন কর্মকান্ডে অংশ গ্রহন না করে এলাকায় নানা অপকর্ম করে আসছে বলে অভিযোগ ইউপি চেয়ারম্যান, সকল সদস্যসহ এলাকাবাসীর। এতে ওই ওয়ার্ডের বাসিন্দাদের নাগরিক সেবার কার্যক্রম ব্যহত হচ্ছে। রোববার বিকেলে এ নিয়ে টনকি ইউনিয়ন পরিষদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, ওই ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান দীর্ঘদিন যাবত পরিষদের সাধারণ সভা কিংবা কোন প্রকার উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহন করছেনা। এলাকার নাগরিকদেরকে কোন প্রকার সেবাও প্রদান করছেনা। এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সে উল্টো আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।
এমন মিথ্যা অভিযোগ দায়েরের কারণে তার বিরুদ্ধে ফুঁসে উঠে পরিষদের সকল সদস্যসহ এলাকার লোকজন।
রোববার রেজুলেশনে স্বাক্ষর করে ইউপি চেয়ারম্যানসহ সকল সদস্যরা তার অপসারণ এবং মিথ্যা অপপ্রচারসহ প্রদত্ত স্মারকলিপির প্রতিবাদ করেন। এ সময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সদস্য শিরিন আক্তার, নার্গিস বেগম, মোর্শেদা বেগম,মো: কাউছার,জসিম উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন, সমাজ সেবক শাহ আলম সরকার, এডভোকেট তৌফিকুল ইসলাম আমির, আব্দুল বারেক সরকার, শিশু মিয়া, হোসেন সরকার, দুলাল ভূইয়া, কামাল হোসেন, ফারুক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।