মাহবুব আলম আরিফ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কামারচর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন নাগাইশ দরবার শরীফের পীর মোশ্তাক ফয়েজী।
শনিবার রাত সাড়ে ১০টায় মঞ্চে উঠে রাত ১২টা ১০মিনিট পর্যন্ত বয়ান করেন পীর মোশ্তাক ফয়েজী। হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হযরত আলীর জীবনীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। মুগ্ধ হয়ে তার বয়ান শোনেন হাজার হাজার মানুষ।
কামারচর পূর্বপাড়া সিরাজিয়া সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মনিরুল হক মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আঃ কাইয়ূম, হোমনা শাহী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রাকিবুল ইসলাম আইয়ুবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হাজার হাজার মানুষ।