মুরাদনগর বার্তা ডেস্কঃ
‘সু-স্বাস্থ্যের জন্য প্রয়োজন সুস্থ্যতা’ এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের কুমিল্লা জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: নিজামুল হক।
কোম্পানীগঞ্জ শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো: বজলুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ শাখার অপারেশন্স ম্যানেজার মো: শহিদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ডাক্তার দেলোয়ার হোসেন ও ডাক্তার পাপিয়া সুলতানা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র ফিল্ড অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল ও অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো: নিজামুল হক বলেন, গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ১৯৮৩ সাল থেকে ইসলামী ব্যাংক ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করছে। স্বাস্থ্য কর্মসূচীর আওতায় ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।