হাবীবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মুরাদনগর থানা সম্মেলন বুধবার দুপুরে স্থানীয় ইস্টার্ণ প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এসএম সোহাইবুল ইসলাম। থানা সভাপতি মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান, সহসভাপতি মাওলানা মানছুর আহমদ ও আব্দুল হক, সেক্রেটারী মাস্টার মফিজুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী আলহাজ্ব আবুল হোসেন আবু, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মোবারক হোসেন, হাজী জয়নাল আবেদীন ও কবির হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে মুহাম্মদ আল-আমিনকে সভাপতি, মোহাম্মদ হাসানকে সহ-সভাপতি এবং মুহাম্মদ কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মুরাদনগর থানা কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জাতিকে পৌত্তলিকতার দিকে ঠেলে দিতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রিক মূর্তি স্থাপন করা হয়েছে। জাতীয় ঈদগাহ ঘেঁষে লেডি মূর্তি স্থাপন করে মুসল্লিদের নামাজ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে মূর্তি সরাতে হবে। তিনি কুমিল্লা বিভাগকে কুমিল্লার নামেই দেয়ার জন্য সরকারের নিকট দাবি জানান। ময়নামতি নামে কুমিল্লা বিভাগ বৃহত্তর কুমিল্লাাবাসী মেনে নেবে না।