কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ইয়াবা ট্যাবলেটসহ শুক্কুর আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কান্দাপাড়া গ্রামের আছমত আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা বাজার এলাকায় যানবাহনে তল্লাশি অভিযান চালিয়ে ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শুক্কুর আলীকে আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা-হাজতে প্রেরন করা হয়েছে।