মো: আরিফুল ইসলাম, স্টাফ রিপোৃটার, মুরাদনগরঃ
বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার উদ্দেশে সারা দেশে আয়োজিত তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা কুমিল্লার মুরাদনগরে শেষ হয়েছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনি অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান করা হয়।
উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লোনা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কবির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোসাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সৌম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবুল মুনসুর মিয়া, মাধ্যমিক কর্মকর্তা রতন কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা এ.এন.এম. মাহবুব আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, মুক্তিযোদ্ধা কালিন কমান্ডার গিয়াস উদ্দিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে দক্ষতা ও কর্ম-পরিকল্পনা প্রদশনের জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার প্রধান করা হয়। প্রথম স্থান লাভ করে প্রথমিক শিক্ষা পরিবার, ২য় মাধ্যামিক শিক্ষা পরিবার ও ৩য় ভূমি অফিস হন।