মাহবুব আলম আরিফ:
ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুণ এফসিএ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা: শ্রীমৎ যুগল ব্রহ্মচারী।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক গোপাল দেবের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকুর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পার্থ সারথী দত্ত, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, উত্তর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, সদস্য বিশ্বজিৎ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, সাধারণ সম্পাদক রামপ্রসাদ দেব ও সাবেক সাধারণ সম্পাদক শংকর রায়, দ্বীন দয়াল পাল, দিপু কর্মকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোম্পানীগঞ্জ গিয়ে শেষ হয়।