এম কে আই জাবেদঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গতকালের এইচ এস সি ও অলিম পরীক্ষায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েরছ।
জনাযায়, এইচ এস সি পরীক্ষা চলাকালীন সময়ে অসাদুউপায় অবলম্বনের দায়ে উপজেলার শ্রীকাইল কলেজ কেন্দ্রে এক জন, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজ কেন্দ্রে এক জন, সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় এক জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বহিস্কৃত পরীক্ষার্থীরা হলেনঃ রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের মানবিক বিভাগের নাছির উদ্দিন, মুরাদনগর কাজী নোমান আহম্মেদ কলেজের মানবিক বিভাগের মোমেন মিয়া, দৌলতপুর রাহমানিয়া দারুল সুন্নাহ আলী মাদ্রাসার সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার মোঃ বায়েজিদ।
মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার জানান বহিস্কৃত ৫ জন শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও নকল করার দায়ে পরিদর্শন টিম তাদেরকে বহিস্কার করেন।