এম কে আই জাবেদ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গত কাল শনিবার ২১টি নমুনার ফলাফলের মধ্যে নতুন করে ৩ জনের পজেটিভ ও ১০ জনের নমুনা নেগেটিভ এসেছে।
নতুন করে ০৩ জন আক্রন্তরা হলেন:
১। শুশুন্ড গ্রামের ৩৯ বয়সের একজন স্বাস্থ্য কর্মী,২। মুরাদনগর সদরে মোহনা আবাসিক এলাকার ৭০ বছর বয়স্ক একজন মহিলা।৩। মোহনা আবাসিক এলাকার (২নং আক্রান্ত মহিলার ভবনের) ভারাটিয়া তিনি রামচন্দ্রপুর বাজার পোস্ট অফিসে কর্মরত ৫৯ বছর বয়স্ক একজন পুরুষ।
নমুনা ফলাফলে নেগেটিভ যারা তারা হলেন:
১। রহুল আমিন (৩২) গ্রাম কুড়েরপার,২। মামুন সরকার (৪৫) কড়ইবাড়ী,৩। নিমাই সুত্র (৩১) বাঙ্গরা৪। কিশোর জাহিন (২৪) আকুবপুর৫। দেলোয়ার (৩০) আকুবপুর৬। জুলেখা (৬৫) গাজীপুর৭। শাফিন (৩) গাজীপুর৮। জাকারিয়া (৩০) গাঙ্গেরকুট৯। কিবরিয়া (৩৪) গাঙ্গেরকুট ১০। রাশেদ (৪০) বারেশ্বর ১১। খাইরুল আলম (৩৩) উপজেলা স্বাস্থ্য কর্মী১২। সৈয়দ হোসাইন (৪০) ঐ ” ১৩। পারভীন (৩৮) এ “১৪। নারায়ন চন্দ্র (৪৮) বোড়ারচর১৫। মিতু (২২) বিটি পাঁচ পিকুরিয়া১৬। মাহমুদা (৫৩) পাহাড়পুর১৭। মাছুম (২৬) শুশুন্ডা১৮। বাশার (৩০) সুরান্দি।
তবে ১৮ টি নেগেটিভের মধ্যে করোনায় আক্রান্ত পুরাতন রোগী ১০ জনের নেগেটিভ আসে এবং তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সুস্থ্য ঘোষণা করা হয়েছে। তাঁর মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী আছেন।
জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, মুরাদনগর উপজেলা থেকে এ পর্যন্ত ১১০৯ টি নমুনার মধ্যে ৯৮৬ টি ফলাফল পাওয়া যায়। মোট করোনা শনাক্তের সংখ্যা ১৭৫ জন, সুস্থ্য ৪৫ জন, মৃত্যু বরণ করেন ৮ জন।