মো: নাজিম উদ্দিন, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত ৪৫টি বেসরকারি এতিমখানার কর্যানির্বাহী পরিষদের সাথে মত বিনিময় করে প্রশাসন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ মত বিনিময় সভার আযোজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তাার সভাপতিত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কবির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি ম, রুহুল আমীন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, কৃষকলীগের সাধারন সম্পাদক পার্থ সারথী দত্ত, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও: হাবীবুর রহমান হেলালী, মূফতী দ্বীন মোহাম্মদ, সৈয়দ মোহাম্মদ নাছিম, লোকমান হোসেন, মাও: আমীর হোসেন, মাও: মোস্তাফিজুর রহমান প্রমুখ।