মো: হাবিবুর রহমানঃ
কুমিল্লার মুরাদনগর থানার ওসি এ.কে.এম মনজুর আলম ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার যাত্রাপুর হযরত খাদিজাতুল কোবরা (রা:) বালিকা এতিমখানার শতাধিক দু:স্থ ও এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করেছেন।
শুক্রবার দুপুরে এতিমখানার শিক্ষার্থীরা ঈদের পোষাক পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
এ সময় শিশুদের মনে ঈদের আনন্দ পরিলক্ষিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দেন মুরাদনগর থানার ওসি এ.কে.এম মনজুর আলম।
এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা বাশারত ভুইয়ার সভাপতিত্বে পোষাক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান, কাজিয়াতল খন্দকার অছিউদ্দিন দারুল কোরআন শিশুসদন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ওমর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ওরফে সেলিম ভুইয়া, সাংবাদিক শামীম আহাম্মদ, এতিমখানার সভাপতি আব্দুল করিম ভুইয়া, কমিটির সদস্য জাফর আহাম্মদ ভুইয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল অলেক ভুইয়া ও যুবলীগ নেতা মনির হোসেন প্রমুখ।