মো: বিজয় নেছার, মুরাদনগরঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর মরহুম আব্দুল মালেক হাফেজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে মাদ্রাসা প্রঙ্গনে মুরাদনগর উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো: জসীম উদ্দিনের উদ্যোগে ২৫ জন এতিম মাদ্রাসার ছাত্রদের মাঝে এই ঈদের পোশাক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাখরনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো: রেজাউল করিম, মাওলানা ছামির হোসাইন , মো: রশিদ মিয়া প্রমুখ।
জসীম উদ্দিন বলেন, এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করতে পেরে আমি অনেক আনন্দিত। গরীব-অসহায় মানুষের মুখে হাসি ফুটাতেই আমার এই প্রচেষ্টা।
এমন সেবামূলক কাজে সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ কাজের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি এসব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নানা পরিকল্পনার কথা ও জানান তিনি।