মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক জেলহত্যা দিবস শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, উপজেলা যুবলীগের আহবায়ক ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা তরুণলীগের সভাপতি আবুবকর সালাফি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম তুহিন।
কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজিব মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাকির, কামরুল হাসান, কৃষকলীগ নেতা হানিফ মিয়া, আশরাফ মেম্বার, মোহাম্মদ হাসান, যুবলীগ নেতা মোর্শেদ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান স্মরণে মুরাদনগর কেন্দ্রিয় স্মৃতিসৌধে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা ও পরে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা সরকারের উন্নয়ন তথা বিএনপি ও জামায়াত জোটের দু:শাসনের চিত্র তুলে ধরেন। একই সাথে আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগর উপজেলা উন্নয়নের রূপকার আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুণকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ব আহবান জানায়।