সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধঃ
কুমিল্লার মুরাদনগরে কওমি তরুন ওলামা পরিষদের সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগনের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুফতি বেলাল হুসাইন ও মাওলানা নাঈম সরকার এর সঞ্চালনায় ও শায়খুল হাদীস আল্লামা নূরুল হক দাঃ বাঃ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আমজাদ হুসাইন, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা আব্দুস সোবহান পাহাড়পুরী, মাওলানা তাজুল ইসলাম, মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ, মুফতি দেলোয়ার হুসাইন, মুফতি আখতারুজ্জামান, মুফতি নাজমুল হাসান, মুফতি মানসুর কবীর, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফ্ফার, মুফতি মাহমুদ হাসান, মাওলানা আশরাফ মাহমুদ, মুফতি তারেক মাহমুদ, মুফতি বোরহান উদ্দিন, মাওলানা জাকারিয়া, মুফতি নূরুদ্দীন, মুফতি জহির আহমদ, এইচ এম সজিব, মাওলানা জাহিদ হাসান ফয়েজী, মুফতি কামরুজ্জামান পাহাড়পুরী, মাওলানা ওমর ফারুক পাহাড়পুরী,ওমর ফারুক যুক্তিবাদী, মুফতি শামসুল হক, মাওলানা জুনায়েদ বিন তাজ, মাওলানা সায়্যিদুল বাশার মাওলানা আবুল বাশার প্রমুখ। এছাড়াও মুরাদনগর উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।