মাহবুব আলম আরিফঃ
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোস্ত এতিমদের সহায়তায় ও মাদ্রাসার দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য ৪৭টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী উপজেলার ১১’শ ৪৮টি মসজিদে ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এসব চেক মাদ্রার প্রধান ও মসজিদের ইমামদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন মুরাদনগর শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান।