ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে কতিৃপক্ষের অবহেলায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

হাফেজ নজরুল ইসলামঃ

কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসা কতিৃপক্ষের অবহেলায় পানিতে ডুবে মাহিম(৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষুভ বিরাজ করছে।

বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা দারুলহুদা কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাহিম(৮) উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কাট ব্যবসায়ী আবু মুছার ছেলে। মাহিম মাদ্রাসার দিনইয়া শাখায় আবাসিকে থেকে লেখা-পড়া করতেন।

মাহিমের বাবা জানান, মাদ্রাসার পুকুরে বৃহস্পতিার দুপুরে মাহিম গোছল করতে জায়। তার পর মাহিম আর মাদ্রাসার আবাসিকে আর ফিরে আসেনি। ইফতারের সময় জখন কতৃপক্ষ দেখে মাহিম উপস্থিত নেই তখনই খোজঁতে থাকে মাহিকে। পরে রাত সাড়ে ৮ টার সময় তার লাশ মাদ্রসা পুকুর থেকে উদ্ধার করা হয়।
মাহিমের বাবা অভিযোগ করে বলেন, আমার ছেলে দুপুরে গোছল করতে গেলেও সারাদিনে কতৃপক্ষ নজরে আসেনি যে মাহিম কোথায়। তাদের কাছে আমাদের সন্তানদের কোন নিরাপদ নেই।

তিনি আরো অভিযোগ করে বলেন, কতৃপক্ষের উদাশিনতার কারনেই আজ এ ঘটনা ঘটেছ।

ট্যাগস

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে কতিৃপক্ষের অবহেলায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৯:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০১৬

হাফেজ নজরুল ইসলামঃ

কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসা কতিৃপক্ষের অবহেলায় পানিতে ডুবে মাহিম(৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষুভ বিরাজ করছে।

বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা দারুলহুদা কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাহিম(৮) উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কাট ব্যবসায়ী আবু মুছার ছেলে। মাহিম মাদ্রাসার দিনইয়া শাখায় আবাসিকে থেকে লেখা-পড়া করতেন।

মাহিমের বাবা জানান, মাদ্রাসার পুকুরে বৃহস্পতিার দুপুরে মাহিম গোছল করতে জায়। তার পর মাহিম আর মাদ্রাসার আবাসিকে আর ফিরে আসেনি। ইফতারের সময় জখন কতৃপক্ষ দেখে মাহিম উপস্থিত নেই তখনই খোজঁতে থাকে মাহিকে। পরে রাত সাড়ে ৮ টার সময় তার লাশ মাদ্রসা পুকুর থেকে উদ্ধার করা হয়।
মাহিমের বাবা অভিযোগ করে বলেন, আমার ছেলে দুপুরে গোছল করতে গেলেও সারাদিনে কতৃপক্ষ নজরে আসেনি যে মাহিম কোথায়। তাদের কাছে আমাদের সন্তানদের কোন নিরাপদ নেই।

তিনি আরো অভিযোগ করে বলেন, কতৃপক্ষের উদাশিনতার কারনেই আজ এ ঘটনা ঘটেছ।