সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে কমিনিউটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মুরাদনগর থানা প্রঙ্গনে এ আলোচনা সভার আয়োজন করেন মুরাদনগর থানা পুলিশ।
এসআই মোর্শেদ আলমের সঞ্চালনায় মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক নাহিদ আহাম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুরাদনগর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ম.রুহুল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফারুক রানা, আওয়ামী লীগ নেতা প্রফেসর রাজীব আহাম্মদ, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো আবুল খায়ের, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, জাহাপুর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহাম্মেদ নাহিদ, ইউপি সদস্য মমতাজ বেগম, আ’লীগ নেতা আমিরুল ইসলাম, সেলিম সরকার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিক তুহিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী কুলসুম আক্তার মিতু প্রমুখ।