মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় হাসপাতালে গলাব্যথা ও জ্বর নিয়ে মারা যান অবসরপ্রাপ্ত সেনাসদস্য নয়ন মিয়া (৬০)। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে সন্দেহে মুরাদনগরে তার লাশ দাফনে বাধা দিয়েছে এলাকাবাসী।
রোববার রাতে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মুরাদনগর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে তার লাশ দাফন করা হয়।
ছিলমপুর গ্রামের বাসিন্দা পারভেছ জানান, জ্বর ও গলাব্যথা নিয়ে ওই সেনা সদস্য কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় মুন হাসপাতালে মারা যান। মৃতের স্বজনেরা সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের বাধা দেয়। পরে মুরাদনগর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যাত্রাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, করোনায় মৃত্যু ভেবে লাশ দাফনে বাধা দেওয়া হয়েছিল। পরে রাতেই সেনাবাহিনী এসে তাকে গার্ড অফ অনার প্রদান করে ছিলমপুর কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়।