ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ

রায়হান চৌধুরীঃ

“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগর উপজেলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ র‍্যালী করেছে মুরাদনগর থানা পুলিশ।

রোববার (২১ মার্চ) দিনব‍্যাপী উপজেলা সদরের আল্লাহ্ চত্বর থেকে শুরু করে ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার, বাখরনগর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় মাস্ক না পরে রাস্তায় এবং বাজারে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন মুরাদনগর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর থানা অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।

পুলিশ জানায়, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় সদর ইউপি’র আল্লাহ্ চত্বর, কোম্পানীগঞ্জ বাজারসহ বাখরনগর বাজারে অফিসার ইনচার্জ সাদেকুর রহমানের নেতৃত্বে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

অন‍্যান‍্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন এস আই আবু হেনা মোস্তফা রেজা, এস.আই হামিদ, এস.আই মোরশেদ, এ.এস.আই হানিফসহ থানার সকল পুলিশ সন্মিলিত হয়ে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গত বৃহস্পতিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় এ সময় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধকরণ সভা করা হবে। এ সময় দরকার হলে পুলিশ জনগণের মাঝে মাস্কও বিতরণ করবে। কোন স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশের সাথে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে সাদর আমন্ত্রণ জানান আইজিপি। বাংলাদেশে করোনা সংক্রমণের এক বছর পার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দেশের জনগণের সার্বিক সহযোগিতায় আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় যে ৮টি দেশ সাফল্য দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ক‌রোনা‌ মোকা‌বেলায় সাফ‌ল্যের ক্ষে‌ত্রে দ‌ক্ষিণ এ‌শিয়ায় বাংলা‌দেশ প্রথম। আবার, করোনার টিকা পাওয়া ২২টি দেশের তালিকায়ও র‌য়ে‌ছে বাংলাদেশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ

আপডেট সময় ০১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১

রায়হান চৌধুরীঃ

“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগর উপজেলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ র‍্যালী করেছে মুরাদনগর থানা পুলিশ।

রোববার (২১ মার্চ) দিনব‍্যাপী উপজেলা সদরের আল্লাহ্ চত্বর থেকে শুরু করে ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার, বাখরনগর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় মাস্ক না পরে রাস্তায় এবং বাজারে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন মুরাদনগর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর থানা অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।

পুলিশ জানায়, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় সদর ইউপি’র আল্লাহ্ চত্বর, কোম্পানীগঞ্জ বাজারসহ বাখরনগর বাজারে অফিসার ইনচার্জ সাদেকুর রহমানের নেতৃত্বে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

অন‍্যান‍্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন এস আই আবু হেনা মোস্তফা রেজা, এস.আই হামিদ, এস.আই মোরশেদ, এ.এস.আই হানিফসহ থানার সকল পুলিশ সন্মিলিত হয়ে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গত বৃহস্পতিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় এ সময় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধকরণ সভা করা হবে। এ সময় দরকার হলে পুলিশ জনগণের মাঝে মাস্কও বিতরণ করবে। কোন স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশের সাথে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে সাদর আমন্ত্রণ জানান আইজিপি। বাংলাদেশে করোনা সংক্রমণের এক বছর পার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দেশের জনগণের সার্বিক সহযোগিতায় আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় যে ৮টি দেশ সাফল্য দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ক‌রোনা‌ মোকা‌বেলায় সাফ‌ল্যের ক্ষে‌ত্রে দ‌ক্ষিণ এ‌শিয়ায় বাংলা‌দেশ প্রথম। আবার, করোনার টিকা পাওয়া ২২টি দেশের তালিকায়ও র‌য়ে‌ছে বাংলাদেশ।