সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কাজী শাহ মিনিবার ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত মনোরম পরিবেশে মিনিবার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল
হোসাইন কায়কোবাদ দেশে না থাকায় তার প্রতিনিধি হিসেবে তারই ছোট ভাই টোটাল কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান মেহমান কাজী জুন্নুন বশরী খেলাটি উদ্বোধন করেন। এসময় বিশেষ মেহমান হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মহিউদ্দিন অঞ্জন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ দুলাল সরকার উপস্থিত ছিলেন।
এলাকার যুবকদের আয়োজনে খেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, আবুল হাসান চিটন, মোঃ ফারুক সরকার মুজিব, মোঃ আব্দুল আজিজ মোল্লা, সদস্য সোহেল আহমেদ বাবু, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা, নাজিম উদ্দিন, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ মীর, উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ, সদস্য মাসুম মুন্সী, মানচিত্র প্রকাশনীর এস এ কালাম, অনুষ্ঠানের সহ-সভাপতি শফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় অংশগ্রহণকারী দল রামনগর বয়েজ ক্লাবের প্রতিদ্বন্দ্বী ধামঘর সাউথ পয়েন্ট সোনালী সংঘ। হাড্ডাহাড্ডি খেলা শেষে ট্রাইবেকারে রামনগর বয়েজ ক্লাব বিজয় লাভ করে। খেলার সকল আনুষ্ঠানিকতা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আগত অতিথিবৃনদ।