হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কামাল্লা ডি.আর.এস. উচ্চ বিদ্যালয়ে শনিবার ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব রোটারিয়ান আবুল আয়েছ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সিনিয়র প্রভাষক ডা: মুহম্মদ তফাজ্জল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার খান, সমাজ সেবক আল হেলাল চৌধুরী সিন্দাবাদ ও অভিভাবক সদস্য জাকির আল মাসুদ প্রমুখ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুল হাসান খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, অভিভাবক সদস্য মোসলেম মুন্সী, মিনুয়ারা বেগম, ইউপি সদস্য কামাল উদ্দিন, ইবরাহিম মিয়া, সাবেক সদস্য হিরণ মোল্লা, বজলুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাজী ফরিদ উদ্দিন ও আবু মুছা প্রমুখ।
বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আবু হানিফের তত্বাবধানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শিক্ষার্থীরা ৬০টি ইভেন্টে অংশ নেয়। দিনব্যাপী অভিভাবকসহ বিভিন্ন শ্রেনি-পেশার লোকজন ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত থেকে মনমুগ্ধকর বিভিন্ন ইভেন্ট উপভোগ করে।