মাহবুব আলম আরিফঃ
২৫শে মার্চ গণহত্যা দিবস ও কালরাত্রির স্মরণে হাতে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএর নেতৃত্বে আলোর মিছিলটি উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ম. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, উপজেলা আওয়াামী লীগের সভাপতি সৈয়দ আহমদ হোসেন আউয়াল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আহসানুল আলম কিশোর, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল আলম সাধন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত প্রমুখ।