সৈয়দ রজিীব আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ২৫শে মার্চ কালরাত্রি স্মরণে হাতে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল ও আলোচনা সভা করে উপজেলা আওয়ামীলীগ।
রবিবার সন্ধ্যায় উপজেলা আ’লীগের কার্যালয় থেকে আলোর মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন আহব্বায়ক খায়রুল ইসলামের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ভিপি জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম দিপু, উপজেলা যুবলীগের সদস্য সচিব সফিকুর রহমান ছবি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আতিকুর রহমান হেলাল, আ’লীগ নেতা নূরুদ্দীন সরকার রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রাজিব আহাম্মদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলআমীন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মানিক সরকার প্রমুখ।