ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে কুপিয়ে আহতের ২০ দিন পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মুরাদনগর বার্তা ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহতের ২০ দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমি বেগম উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকার দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।

জানা যায়, গত ৮ নভেম্বর সুমি বেগমকে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় সুমি বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে ছিলেন।

পরে ওই মামলায় জাবেদ (৩১) নামে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার জাবেদ রহিমপুর গ্রামের মৃত আলী আজগর ভান্ডারীর ছেলে।

এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুমি বেগমের মৃত্যুর খবর পেয়ে সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে। দ্রুত রহস্য উদঘাটন করা হবে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস বলেন, টাকার বিনিময়ে হামলার ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবি ছাত্রদলের

মুরাদনগরে কুপিয়ে আহতের ২০ দিন পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১১:২১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

মুরাদনগর বার্তা ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহতের ২০ দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমি বেগম উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকার দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।

জানা যায়, গত ৮ নভেম্বর সুমি বেগমকে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় সুমি বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে ছিলেন।

পরে ওই মামলায় জাবেদ (৩১) নামে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার জাবেদ রহিমপুর গ্রামের মৃত আলী আজগর ভান্ডারীর ছেলে।

এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুমি বেগমের মৃত্যুর খবর পেয়ে সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে। দ্রুত রহস্য উদঘাটন করা হবে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস বলেন, টাকার বিনিময়ে হামলার ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।