মো: নাজিম উদ্দিন:
০৩ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড়ে সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের ২০১৪ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো: নুরুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উক্ত স্কুলের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মনসুর উদ্দিন। প্রভাষক মো: সলিম উল্লাহ’র সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদিউল আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী গোলাম সারওয়ার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডি, জি, এম মহিউদ্দিন মোসাহেদুল্লা,ডা:ফারুক আজম।
অন্যদের মধ্যে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।