মো: নাজিম উদ্দিনঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগ সার ও বীজ বিতরণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিমল চন্দ্র সোমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, মুরাদনগর থানার অফিসার ইনর্চাজ এসএম বদিউজ্জামান, কৃষকলীগ নেতা পার্থ সারথী দত্ত, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, নজরুল ইসলাম, জাকির হোসেন, শাহজাহান বিএসসি, আক্তার হোসেন, শরীফুল ইসলাম, একেএম শফিকুল ইসলাম, আবুল হাশেম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মমতাজ বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদসহ সকল ব্লকের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১ হাজার ২৩০জন কৃষক কৃষানির মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।