এম এইচ শুভ মুরাদনগর (কুমিল্লা):
করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কুমিল্লায় মুরাদনগরে কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছেন যুবলীগের নেতাকর্মীরা।
স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন।
বুধবার সকাল থেকে মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের কৃষক বাবুল মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন তারা।
মুরাদনগরে ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আনিস ফকির জানান, মোট ২৫ জন নেতাকর্মী এই কাজে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এবং মুরাদনগরের মাননীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন সাহের এর অনুপ্রেরণা ও মুরাদনগর উপজেলার যুবলীগের আহবায়ক রুহুল আমিন সাহেব এর নেতৃত্বে এই টিম ধান কাটার কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন ক্ষুদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌঁছে দেবে এবং উপজেলার সব ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত তাদের এই উদ্যোগ চলবে।
কৃষকের ধান কাটার সময় আরো উপস্থিত ছিলেন, ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম- সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ, মো: শাহিন, সুমন, মুন্না, রকিব, সাদেক, উজ্জল, সোহেল, মামুন, রিদয়,ইয়ামিন, শুভ, মনির, আরাফাত, রাসেল প্রমুখ।