সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এসময় কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার ও এক্সেভেটর দিয়ে মাটি কাটার দায়ে ২ জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান এর নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুইটি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
এসময় আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর ও চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে মাটি উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে এবং একটি এক্সক্যাভেটর আটক করা হয়েছ। এসময় বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ২ টি মামলায় মো: আরিফ ও মো: সাইদুর রহমান নামের দুইজনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।