মো. নাজিম উদ্দিনঃ
দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষকদের ডিজিটাল প্লাটফম ‘‘কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন’’ সেবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি রায়হান মেহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল,প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আবদুর রহিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মমতাজ বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, শিক্ষা কর্মকর্তা এএনএম মাহবুব আলম, নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা দেবেন্দ্র কুমার সিংহ, সমাজসেবা কর্মকর্তা কবির আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী প্রমুখ।
ভিডিও কনফারেন্সটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের দায়িত্বে ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ।
এছাড়ারাও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক সেখানে উপস্থিত ছিলেন।