ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে কোন ডাক্তার ও লাইসেন্স না থাকায় হাসপাতাল সিলগালা ও জরিমানা

মোঃ মোশাররফ হোসেন মনিরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলারয় কোন চিকিৎসক ও হাসপাতালের লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বেসরকারি একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। এ সময় ওই হাসপাতালটির মালিকপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভেষেক দাস।

বেসরকারি হাসপাতালটি উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে অবস্থিত। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কোন প্রকার অভিজ্ঞ ডাক্তার ছাড়াই একটি বাসা ভাড়া নিয়ে ’শারমিন আরিফ হাসপাতাল’ তৈরী করে প্রসবসহ নানা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন শারমিন সুলতানা নামের এক মিডওয়াইফ। সে নবীনগর উপজেলার কুনিকাড়া গ্রামের নান্নু চৌধুরীর মেয়ে ও বাবুল সরকারের স্ত্রী।

এর আগে প্রায়ই গাইনি সার্জন চিকিৎসক ছাড়াই বিভিন্ন অপারেশন চলছে এমন অভিযোগ দেন রোগীরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, ‘বিভিন্ন ভাবে শারমিন আরিফ হাসপাতালের বিরুদ্ধে কোন প্রকার ডাক্তার ছাড়া ও লাইসেন্স ছাড়াই হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এরই পরিপেক্ষিতে হাসপাতালটিতে মোবাইল কোর্টের সঙ্গে অভিযানে যাই। অভিযানে হাসপাতালের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এছাড়াও কোন প্রকার ডাক্তার ছাড়াই হাসপাতাল পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভেষেক দাস বলেন, ‘হাসপাতালটির লাইসেন্স নেই ও ডাক্তার ছাড়া হাসপাতাল পরিচালনা করার অপরাধে মালিক পক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয়া হয়েছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

মুরাদনগরে কোন ডাক্তার ও লাইসেন্স না থাকায় হাসপাতাল সিলগালা ও জরিমানা

আপডেট সময় ০৩:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

মোঃ মোশাররফ হোসেন মনিরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলারয় কোন চিকিৎসক ও হাসপাতালের লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বেসরকারি একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। এ সময় ওই হাসপাতালটির মালিকপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভেষেক দাস।

বেসরকারি হাসপাতালটি উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে অবস্থিত। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কোন প্রকার অভিজ্ঞ ডাক্তার ছাড়াই একটি বাসা ভাড়া নিয়ে ’শারমিন আরিফ হাসপাতাল’ তৈরী করে প্রসবসহ নানা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন শারমিন সুলতানা নামের এক মিডওয়াইফ। সে নবীনগর উপজেলার কুনিকাড়া গ্রামের নান্নু চৌধুরীর মেয়ে ও বাবুল সরকারের স্ত্রী।

এর আগে প্রায়ই গাইনি সার্জন চিকিৎসক ছাড়াই বিভিন্ন অপারেশন চলছে এমন অভিযোগ দেন রোগীরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, ‘বিভিন্ন ভাবে শারমিন আরিফ হাসপাতালের বিরুদ্ধে কোন প্রকার ডাক্তার ছাড়া ও লাইসেন্স ছাড়াই হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এরই পরিপেক্ষিতে হাসপাতালটিতে মোবাইল কোর্টের সঙ্গে অভিযানে যাই। অভিযানে হাসপাতালের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এছাড়াও কোন প্রকার ডাক্তার ছাড়াই হাসপাতাল পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভেষেক দাস বলেন, ‘হাসপাতালটির লাইসেন্স নেই ও ডাক্তার ছাড়া হাসপাতাল পরিচালনা করার অপরাধে মালিক পক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয়া হয়েছে।’