মো: রফিকুল ইসলাম:
‘অপসংস্কৃতির যুগে ইসলামিক সংস্কৃতির চর্চায় একটি সুন্দর সমাজ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় পবিত্র কোরআন শরীফ বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের প্রতিটি মসজিদে ৫টি করে পবিত্র কোরান শরীফ, ২৫জন মেধাবী শিক্ষার্থীদের মেধা সম্মাননা ও সকল মসজিদের খতিব ও উপস্থিথ সকল শিক্ষকদের মাঝে রাহে বেলায়েত ও ইসলামিক বই বিতরণ করে একদল শিক্ষিত তরুণদের সামাজিক সংগঠন প্রত্যাশ্য।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাাম জজ কোর্টের আইনজীবী ও রঘুরামপুর গ্রামের কৃতি সন্তান এডভোকেট হুসাইন এমদাদ।
সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামছুজ্জামান ভূঁইয়া, ঢাকা জজ কোর্টের জিআরও জহিরুল ইসলাম, রঘুরামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা, সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ আল স্বপন, ফারুক সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আরাফাত, মুফতি কামরুল ইসলাম, অর্থ সম্পাদক সামছুজ্জামান মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন মৃধা, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রঘুরামপুর গ্রামের ৫টি মসজিদির খতিব-ইমাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রত্যাশা সংগঠনের সকল উপদেষ্টা, সদস্য, ও আজীবন সদস্যসহ সকল শ্রেনীর লোক জন উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় রঘুরামপুর গ্রামের কৃতি সস্তান, প্রত্যাশা সংগঠনের সদস্য ও তাকওয়া শিল্প গোষ্ঠীর উপস্থাপক হাফেজ নোমানোজ্জামান মাহিন এর সঞ্চালনায় সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ এবং তাকওয়া শিল্প গোষ্ঠী ইসলামিক সংগীত পরিবেশন করে।