মো: আরিফুল ইসলা, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে খরিদ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে তিল ও মুগ ফসলের বীজ ও সার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সাকল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক’শ ৫০ জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সৌমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি অশ্বিনি কুমার দেবনাথ, সহকারি কৃষি কর্মকর্তা একেএম শহিদুল্লাহ, উপ-সহকারি কর্মকর্তা মো: সুফি আহম্মেদ প্রমুখ।