ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কায়কোবাদের গরু সদকা

রায়হান চৌধুর, বিশেষ প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় বড় পরিসরে গরু সদকা করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) পবিত্র জুমার দিনে উপজেলার আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর এলাকায় গরু জবাই করে এর মাংস এতিমখানা, দুঃস্থ পরিবার, প্রবীণ, নারী ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

সকাল থেকেই উপকারভোগীদের দীর্ঘ সারিতে এলাকায় তৈরি হয় হৃদ্যতাপূর্ণ ও ধর্মীয় আবহ। মাংস গ্রহণের পর অনেকেই আবেগাপ্লুত হয়ে কায়কোবাদ ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসজল দোয়া করেন।

কায়কোবাদের নির্দেশনায় মুরাদনগরের বিভিন্ন মসজিদ–মাদ্রাসায় পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগেও পৃথক দোয়া আয়োজন হয়। দলীয় সূত্র জানায়, তাঁর পক্ষ থেকে পবিত্র মক্কায় বকরি সদকা এবং ওমরাহ পালনও সম্পন্ন হয়েছে।

সদকা ও দোয়া আয়োজনে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও শাহ আলম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা চঞ্চল রায়হান, আলাউদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, কায়কোবাদের এ উদ্যোগ রাজনৈতিক আনুগত্যের বাইরে গিয়ে মানবিক দায়িত্ববোধ, সামাজিক সংহতি এবং সহমর্মিতা প্রকাশের এক উজ্জ্বল উদাহরণ। তাদের ভাষায়, এটি কেবল রাজনৈতিক ইভেন্ট নয়, মানুষের পাশে দাঁড়ানোর সত্যিকারের মানবিক উদ্যোগ।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

মুরাদনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কায়কোবাদের গরু সদকা

আপডেট সময় ০৭:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

রায়হান চৌধুর, বিশেষ প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় বড় পরিসরে গরু সদকা করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) পবিত্র জুমার দিনে উপজেলার আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর এলাকায় গরু জবাই করে এর মাংস এতিমখানা, দুঃস্থ পরিবার, প্রবীণ, নারী ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

সকাল থেকেই উপকারভোগীদের দীর্ঘ সারিতে এলাকায় তৈরি হয় হৃদ্যতাপূর্ণ ও ধর্মীয় আবহ। মাংস গ্রহণের পর অনেকেই আবেগাপ্লুত হয়ে কায়কোবাদ ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসজল দোয়া করেন।

কায়কোবাদের নির্দেশনায় মুরাদনগরের বিভিন্ন মসজিদ–মাদ্রাসায় পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগেও পৃথক দোয়া আয়োজন হয়। দলীয় সূত্র জানায়, তাঁর পক্ষ থেকে পবিত্র মক্কায় বকরি সদকা এবং ওমরাহ পালনও সম্পন্ন হয়েছে।

সদকা ও দোয়া আয়োজনে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও শাহ আলম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা চঞ্চল রায়হান, আলাউদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, কায়কোবাদের এ উদ্যোগ রাজনৈতিক আনুগত্যের বাইরে গিয়ে মানবিক দায়িত্ববোধ, সামাজিক সংহতি এবং সহমর্মিতা প্রকাশের এক উজ্জ্বল উদাহরণ। তাদের ভাষায়, এটি কেবল রাজনৈতিক ইভেন্ট নয়, মানুষের পাশে দাঁড়ানোর সত্যিকারের মানবিক উদ্যোগ।