মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় গরীব, আসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার খাপুরা সরকারি প্রাথমিক বিদলায়ের ৮০ জন শিক্ষার্থীদের মাঝে এ টিফিন বক্স বিতরণ করা হয়।
খাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ বশীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল হক শিকদার।
সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলরুবা আক্তার, নাজমা শুলতানা, আকলিমা আক্তার, লিলি আক্তার প্রমুখ।