মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় গরীব, দুস্থদের মধ্যে ভ্যান রিক্সা ও গ্রাম পুলিশদের মেেধ্য বাইসাইকেল বিতরণ করে দারোরা ইউনিয়ন পরিষদ।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রঙ্গনে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যান রিক্সা ও ভাই সাইকেল বিতরন করেন।
দারোরা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান বিএসসির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইউম খসরু, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারি কমিশনার ( ভূমি) আজগর আলী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রমুখ।