মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লার মুরাদনগরে গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে ইসরাত জাহান নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ইসরাত মারা যান।
তিনি কৃষ্ণপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও বাশঁকাইট রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের এইচএসসির (দ্বিতীয়) ছাত্রী ছিলেন।
জানা গেছে, বাঁশকাইট কলেজের এইচএসসি পরীক্ষার্থী জাহিদ নামে এক ছেলের সঙ্গে ইসরাত জাহানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত কয়েকদিন আগে ইসরাত তার সম্পর্কের বিষয়টি পরিবার মেনে নিবে না বলে জাহিদকে জানান। এ কথা শুনে জাহিদ তার সঙ্গে সম্পর্কের কথা ও এক সঙ্গে তোলা ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেন। হুমকির ভয়ে ইসরাত জাহান বুধবার দুপুরে নিজ ঘরে গায়ে কেরসিন ঢেল আগুন ধরিয়ে চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার বিকালের দিকে মারা যান ইসরাত।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি মোবাইল ফোনের মাধ্যমে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।